ই,এম,আই,এস কোড= ৩১২০৬০৩০৩
স্থাপিত=১৯৪০ ইং।
জাতীয় করন =১৯৭৩ ইং।
অবস্থান = পাঁচ ঘরিয়াকন্দি,
জমির পরিমান = ৪০ শাতাংশ।
শিক্ষার স্তর = শিশু থেকে পঞ্চম শ্রেনী পযন্ত।
শিক্ষক = ৭ জন।
দপ্তরী কাম প্রহরী = ১ জন।
শিফট = দু্ই শিফট।
ঠিকানা : পাঁচ ঘরিয়াকান্দি, ডাকঘর: মুন্সীগঞ্জ, উপজেলা: মুন্সীগঞ্জ সদর, জেলা: মুন্সীগঞ্জ।
বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থানীয় গন্য মান্য ব্যক্তি গনের সহযোগিতায় টিনের ঘর নিয়ে শিক্ষা কাযক্রম শুরু করেন।
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী | যে শ্রেনী ভুক্ত সদস্য |
০১ | মোঃ দিদার হোসেন | সভাপতি | বিদ্যুৎসাহী পুরুষ সদস্য |
০২ | নিশি আক্তার | সহ সভাপতি | বিদ্যুৎসাহী মহিলা সদস্য |
০৩ | খোকন মজুমদার | সদস্য | জমিদাতা সদস্য |
০৪ | মোঃ জাকির হোসেন | সদস্য | ইউপি সদস্য |
০৫ | হরিনারায়ন মন্ডল | সদস্য | অভিভাবক প্রতিনিধি পুরুষ |
০৬ | জামাল হোসেন | সদস্য | অভিভাবক প্রতিনিধি পুরুষ |
০৭ | ঝনা বেগম | সদস্য | অভিভাবক প্রতিনিধি মহিলা |
০৮ | বিউটি রানী | সদস্য | অভিভাবক প্রতিনিধি মহিলা |
০৯ | মমতাজ বেগম | সদ্স্য | শিক্ষক প্রতিনিধি মাধ্যমিক বিদ্যালয় |
১০ | ইসমত জেরিন | সদস্য | সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক |
১১ | মোঃ জিয়াউদ্দিন নোমান | সদস্য | প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিদ্যালয় |
সন | ডি,আর ভুক্ত | অংশ গ্রহনকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০০৮ |
| ৩৯ | ৩৮ | ৯৭% |
|
২০০৯ |
| ২৬ | ২৫ | ৯৬% |
|
২০১০ |
| ৫৭ | ৫৭ | ১০০% |
|
২০১১ |
| ৭৪ | ৭৪ | ১০০% |
|
২০১২ |
| ৮০ | ৮০ | ১০০% |
|
বিদ্যালয়টি পৌরসভায় অবস্থিত। এখানকার দরিদ্র শিক্ষাত্রিরা শিক্ষা বৃত্তি পায়না।
এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রতি বছর ভাল ফলা ফল করে।
বিদ্যালয়ের পরিবেশ শিশু বান্ধব করন,মান সম্মত বিদ্যালয়ে উন্নীত করন। ছাত্র ছাত্রীদের প্রাথমিক শিক্ষা চক্র সমাপ্ত করন পযন্ত ধরে রাখা।
সরক পথ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস