ঐতিহ্যবাহী এ জনপদের শিক্ষা বিস্তারে সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেলার উচ্চশিক্ষার জন্য একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এখানে উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস) কোর্স ছাড়াও বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, হিসাববিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, রসায়ন, প্রাণিবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, গণিতসহ মোট ১৪ টি বিষয়ে অনার্স কোর্স এবং বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ও সমাজকল্যাণসহ মোট ৭ টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে।
সরকারি হরগঙ্গা কলেজের ইতিহাস
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন এর রাউতভোগ গ্রাম এর শ্রী আশুতোষ গাঙ্গুলী নামের এক মহৎ হৃদয়ের ব্যক্তি এই জনপদের শিক্ষা বিস্তারের জন্য অত্র অঞ্চলে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তিনি তার লক্ষ্য পূরণের জন্য তদানীন্তন উপবিভাগীয় প্রশাসন এবং ধনিক শ্রেণীর নিকট সহায়তা কামনা করেছিলেন। কতিপয় শিক্ষাবিদ বিশেষ করে স্থানীয় আইনজীবি শ্রী সতীশ চন্দ্র ভট্টাচার্য, তদানীন্তন মুন্সীগঞ্জ মহকুমার উপবিভাগীয় ম্যাজিষ্ট্রেট জনাব এ.এইচ.এম ওয়াজির আলী (শেরে বাংলা ফজলুল হকের ভাগ্নে এবং জামাতা যিনি পরবর্তীকালে পদোন্নতি পেয়ে উপবিভাগীয় বিচারক হয়েছিলেন) প্রমূখ তাঁকে আন্তরিকতার সঙ্গে এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই মহাবিদ্যালয়টি শ্রী আশুতোষ গাঙ্গুলীর এক লক্ষ রুপী অনুদানের ফলে এবং তার মহানুভবতার কারণে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজটির নাম হরগঙ্গা কলেজ রাখা হয় শ্রী আশুতোষ গাঙ্গুলীর পিতা শ্রী হরনাথ গাঙ্গুলী এবং মাতা গঙ্গাশ্বরী দেবীর নামের প্রথম অংশ অনুসারে। ১৯৩৮ সালের ১৮ ডিসেম্বর তারিখ ব্রিটিশ রাজের অধীনে অবিভক্ত বাংলার (ভারতবর্ষের অন্তর্ভূক্ত) তৎকালীন মূখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল ১৯৩৯ সালে। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী বিরেন্দ্র মুখার্জী। যিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সী কলেজে নেতাজী সুভাষ চন্দ্র বোসের সমসাময়িক ছিলেন।
কলেজটিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কর্মমুখী শিক্ষা প্রদানের ব্যবস্থা চালু ছিল। ১৯৪১ সালে কলেজের গ্রন্থাগারে প্রতিষ্ঠাতা শ্রী আশুতোষ গাঙ্গুলীর মার্বেল পাথরের একটি মূর্তী স্থাপন করা হয় এবং ১৯৪২ সালে তাঁর নামানুসারে কলেজ এর অডিটোরিয়াম এর নামকরণ করা হয়। শ্রী গাঙ্গুলী তাঁর পূর্বের অনুদানকৃত অর্থের চেয়ে দশ হাজার রুপি বেশি প্রদান করেছিলেন। ১৯৪২ সালে একটি সুরম্য তিনতলা ছাত্রাবাস কলেজ পুকুরের উত্তর দিকে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে মোহাম্মদ আলী সিনহা যিনি লৌহজং উপজেলার কলমা অঞ্চলের অন্তর্গত ডহরি গ্রামের একজন হৃদয়বান ব্যক্তি ছিলেন, তিনি মুসলমান শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য দশ হাজার রুপি অনুদান প্রদান করেছিলেন। সেই অর্থ দিয়ে কলেজ পুকুরের দক্ষিণ পার্শ্বে অবস্থিত মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ছাত্রাবাসটি ক্রয় করার পর সেই স্থানে মো: আলী সিনহার নামে ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পূর্বে এই আবাসনটিতে শিক্ষকরা বসবাস করতেন। বর্তমানে এই আবাসনটির কোন অস্তিত্ব নেই। তবে উক্ত স্থানে সরকারি অনুদানের একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। যেটি এখন ছয়টি স্নাতক বিভাগের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৯৬২ সালে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং স্বনামধন্য নাট্যকার আযীম উদ্দিন আহমেদ (যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র খ্যাত প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদের পিতা) কলেজের পুকুরের পশ্চিম পাড়ে একটি মসজিদ এবং পূর্বপাড়ে একটি ব্যায়ামাগার স্থাপন করেছিলেন। বর্তমানে ঐ ব্যয়ামাগারটির কোন অস্তিত্ব নেই। ১৯৬৬ সালে সরকারি অনুদানে কলেজের মূল ফটকের বিপরীতে অধ্যক্ষের বাসভবন নির্মিত হয় তৎকালীন অধ্যক্ষ জি. এম. এ মান্নান এর তত্ত্বাবধানে। অতঃপর ১৯৮০ সালের ১লা মার্চ কলেজটি জাতীয়করণ করা হয়। ২০০০ সালে অধ্যক্ষ প্রফেসর জীতেন্দ্র লাল বড়ুয়ার সময়ে কলেজ পুকুরের দক্ষিণ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে একটি ত্রিতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছিল। ইতিপূর্বে ১৯৯৫ সালে পুকুরের পশ্চিম পাড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামে ১০০ শয্যা বিশিষ্ট একটি চারতলা ছাত্রাবাস নির্মাণ করা হয়। পরবর্তীকালে ২০০৭ সালে কলেজ মাঠের পশ্চিম দিকে পুরাতন একতলা বিজ্ঞান ভবনটি ভেঙ্গে সেই স্থানে স্যার জগদীশ চন্দ্র বসুর নামে একটি দ্বিতল বিজ্ঞান ভবন এবং কলেজের উত্তর দিকের সীমানায় তাপসী রাবেয়া বসরী নামে একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হয়। অধ্যক্ষ প্রফেসর আয়েশা শিরিন এর উদ্যোগে ২০০১ সালে কলেজ প্রাঙ্গনে "মাতৃছায়া" নামে তিনটি ছাতা নির্মিত হয়েছিল। যেগুলো কলেজ ক্যাম্পসের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে কলেজ প্রাঙ্গনের উত্তরদিকে এবং অধ্যক্ষের বাসভবনের পূর্বদিকে অবস্থিত পুকুরের দক্ষিণ পাড়ে কলেজের মসজিদ কমিটির তত্ত্বাবধানে একটি জামে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণ কাজে কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আর্থিক সহযোগিতা করেছেন। ২০০৪ সালে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেসা ও উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক হাওলাদার এর সার্বিক উৎসাহে মসজিদটির নির্মাণ পরিকল্পনা করা হয় এবং মসজিদ নির্মাণে মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়। এসময়ে পুকুরটির দক্ষিণ পার্শ্ব পাইলিং ও বালু ভরাটের কাজ শুরু হয়। পরবর্তীতে ২০০৬ সালে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন মিয়াজীর সময়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০০৮ সালে অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক এর সময়ে শেষ হয়। ২০০৮ সালে বংলাদেশ সরকারের তদানীন্তন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ ছাত্রদের যাতায়াতের সুবিধার্থে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫২ আসন বিশিষ্ট একটি বাস প্রদান করেন। ২০০৯ সালে গাড়িটি রাখার জন্য একটি গ্যারেজ নির্মাণ করা হয়। বর্তমানে কলেজের দ্বিতল বিজ্ঞান ভবনটি চারতলা করার কাজ প্রায় শেষের পথে। মূলভবনের পেছনে পাঁচতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া পুরাতন ছাত্রাবাসের স্থানে ২০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের জন্য সরকারি অনুমোদন পাওয়া গেছে। স্বল্প সময়ের মধ্যে এ নির্মাণ কাজ শুরু হবে।
ঐতিহ্যবাহী এ জনপদের শিক্ষা বিস্তারেও এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান শাখা, স্নাতক (পাস) এবং স্নাতক সম্মান শ্রেণিতে বিএ, বিএসএস ও বিবিএস কোর্স চালু আছে। এখানে এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর অধীনে উচ্চ-মাধ্যমিক ও স্নাতক শ্রেণির কোর্স চালু আছে। তাছাড়াও তথ্যও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক কলেজে একটি বিশেষায়িত আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। অধ্যক্ষ মহোদয় ও সম্মানিত শিক্ষকগণের তত্ত্বাবধানে বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা জাতীয় দিবস সমূহের কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য অভ্যন্তরীণ ও বহি:ক্রীড়ার পর্যাপ্ত সুযোগ রয়েছে। এ ছাড়া বোর্ড বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল, ভলিবল, ক্রিকেট, সাতার ইত্যাদি প্রতিযোগিতায় কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন ছাড়াও বিতর্ক, বক্তৃতা, সঙ্গীত, অভিনয় ইত্যাদি প্রতিযোগিতাসহ দেয়ালিকা, স্মরণিকা প্রকাশে পৃষ্ঠপোষকতা করা হয়। কলেজের পাঠাগারে পর্যাপ্ত সংখ্যক বই আছে যা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিধি অনুযায়ী সরবরাহ করা হয়। এ ছাড়াও এখানে কয়েকটি জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা নিয়মিতভাবে ছাত্র-ছাত্রীদের সরবরাহ করা হয়। সম্প্রতি কলেজ গ্রন্থাগারটিতে রবীন্দ্র কর্ণার, নজরুল কর্ণার, ইতিহাস-ঐতিহ্য কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার নামে কয়েকটি বিশেষ কর্ণার করা হয়েছে। এসকল কর্ণারে সংশ্লিষ্ট বিষয়ের পর্যাপ্ত বই ও জার্নাল রয়েছে। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রায় নয় হাজার জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কলেজটিতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয় এবং ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে অর্থনীতি, সমাজকর্ম, রসায়ন, প্রাণিবিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে কলেজটিতে ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়। পরবর্তীকালে ২০০১-২০০২ শিক্ষাবর্ষে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্সে চালু করা হয়। এছাড়া ২০১০-১১ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও গণিত বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। বর্তমানে কলেজটিতে চৌদ্দটি বিষয়ে স্নাতক (সম্মান) এবং সাতটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন এর সুবিধা রয়েছে।
কলেজ পরিচালনা পরিষদ
সরকারি কলেজ হওয়ায় এর কোন পরিচালনা কমিটি নেই। এটি সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার নিয়ন্ত্রণাধীন। এটি উচ্চ-মাধ্যমিক শ্রেণির জন্য ঢাকা বোর্ড এবং স্নাতক পাস ও সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
তবে কলেজ পরিচালনার জন্য রয়েছে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদ। একাডেমিক কাউন্সিলের সভাপতি হলেন অধ্যক্ষ মহোদয় এবং সদস্য সচিব হলেন উপাধ্যক্ষ মহোদয়। কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এর সদস্য। অপরদিকে শিক্ষক পরিষদের সভাপতি ও সহসভাপতি হলেন পদাধিকার বলে যথাক্রমে অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়। শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পদে আরো আছেন সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ। শেষের তিনটি পদে প্রতিবছর শিক্ষকদের মধ্য হতে তিনজন শিক্ষক নির্বাচিত হন। এছাড়া কলেজের সকল শিক্ষক হলেন শিক্ষক পরিষদের সাধারণ সদস্য।
বিগত ৬ (ছয়) বৎসরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার ফলাফল নিম্নরূপঃ
সাল | শাখা | মোট পরীক্ষার্থী | A+ | A | A - | B | C | D | F | মোট উত্তীর্ণ |
২০০৮ | মানবিক | ৪২০ | ০৮ | ৮০ | ৭৭ | ৯৬ | ৮৪ | ০৫ | ৭০ | ৩৫০ |
ব্যবঃশিক্ষা | ৩১৪ |
| ২৩ | ৩৮ | ৬৬ | ১১৩ | ১৯ | ৬৪ | ২৫৯ | |
বিজ্ঞান | ১২২ | ০৬ | ১৬ | ১৯ | ১৮ | ১৯ |
| ৪৪ | ৭৮ | |
|
| ৮৫৬ | ১৪ | ১১৯ | ১৩৪ | ১৮০ | ২১৬ | ২৪ | ১৭৮ | ৬৮৭ |
সাল | শাখা | মোট পরীক্ষার্থী | A+ | A | A - | B | C | D | F | মোট উত্তীর্ণ |
২০০৯ | মানবিক | ৩৬১ |
| ৬৬ | ৬৬ | ৯৪ | ৮২ | ০৫ | ৪৮ | ৩১৩ |
ব্যবঃশিক্ষা | ২৭০ |
| ১৬ | ২৬ | ৫১ | ৮০ | ১৩ | ৮৪ | ১৮৬ | |
বিজ্ঞান | ৯৮ | ০১ | ১২ | ১২ | ১২ | ১৫ | - | ৪৬ | ৫২ | |
|
| ৭২৯ | ০১ | ৯৪ | ১০৪ | ১৫৭ | ১৭৭ | ১৮ | ১৭৮ | ৫৫১ |
সাল | শাখা | মোট পরীক্ষার্থী | A+ | A | A - | B | C | D | F | মোট উত্তীর্ণ |
২০১০ | মানবিক | ৪৫১ | ০৩ | ৭৫ | ৮৫ | ১০৮ | ৯০ | ১৩ |
| ৩৭৪ |
ব্যবঃশিক্ষা | ৩২২ | ০২ | ৪১ | ৮২ | ৬৮ | ৬২ | ১৯ |
| ২৭৪ | |
বিজ্ঞান | ১০৭ | ০৯ | ১৬ | ১২ | ০৯ | ০৭ | ০০ |
| ৫৩ | |
|
| ৮৮০ | ১৪ | ১৩২ | ১৭৯ | ১৮৫ | ১৫৯ | ৩২ |
| ৭০১ |
সাল | শাখা | মোট পরীক্ষার্থী | A+ | A | A - | B | C | D | F | মোট উত্তীর্ণ |
২০১১ | মানবিক | ৫২৮ | ০৯ | ১০২ | ৯৫ | ১১৪ | ১১৪ | ০৮ | ৮৬ | ৪৪২ |
ব্যবঃশিক্ষা | ৩৫২ | ০২ | ৮৫ | ৬৪ | ৮০ | ৬৯ | ০৫ | ৪৭ | ৩০৫ | |
বিজ্ঞান | ১৩৭ | ১২ | ১৭ | ২৫ | ১২ | ০৭ | ০০ | ৬৪ | ৭৩ | |
|
| ১০১৭ | ২৩ | ২০৪ | ১৮৪ | ২০৬ | ১৯০ | ১৩ | ১৯৭ | ৮২০ |
সাল | শাখা | মোট পরীক্ষার্থী | A+ | A | A - | B | C | D | F | মোট উত্তীর্ণ |
২০১২ | মানবিক | ৫৪২ | ০৯ | ৯৮ | ৮৬ | ১০৪ | ১০৫ | ১৪ |
| ৪১৬ |
ব্যবঃশিক্ষা | ৪০৪ | ১৮ | ৭৫ | ১০৩ | ৬৬ | ৫২ | ০৫ |
| ৩১৯ | |
বিজ্ঞান | ১২৫ | ১০ | ১৮ | ২০ | ২০ | ০৮ | ০০ |
| ৭৬ | |
সর্বমোট = | ১০৭১ | ৩৭ | ১৯১ | ২০৯ | ১৯০ | ১৬৫ | ১৯ |
| ৮১১ |
সাল | শাখা | মোট পরীক্ষার্থী | A+ | A | A - | B | C | D | F | মোট উত্তীর্ণ |
২০১৩ | মানবিক | 583 | 04 | 90 | 99 | 109 | 135 | 08 | 138 | ৪১৬ |
ব্যবঃশিক্ষা | 483 | 13 | 82 | 80 | 96 | 108 | 10 | 86 | ৩১৯ | |
বিজ্ঞান | 125 | 05 | 19 | 20 | 21 | 03 | 00 | 57 | ৭৬ | |
সর্বমোট = | 1191 | 22 | ১৯১ | 199 | 226 | 246 | 18 | 281 | 910 |
২০১৪ সালের এইচ.এস.সি পরীক্ষার এক নজরে ফলাফল
শাখা | পাস | A+ | ফেল | মোট | পাশের হার (%) |
বিজ্ঞান | 85 | 10 | 42 | 127 | 66.93 |
মানবিক | 544 | 06 | 51 | 595 | 91.43 |
ব্যবসায় শিক্ষা | 403 | 24 | 86 | 489 | 82.41 |
মোট | 1032 | 40 | 179 | 1211 | 85.22 |
বিগত ৫ (পাঁচ) বৎসরের স্নাতক (পাস) পরীক্ষার ফলাফল নিম্নরূপঃ
সন | শাখা | মোট পরীক্ষার্থী | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | মোট উত্তীর্ণ |
২০০৭ | বিএ | ১৫৩ | ০১ | ৭৫ | ৩২ | ১০৮ |
বিএসএস | ২১ | ০১ | ১৩ | ০৩ | ১৭ | |
বিকম | ৪১ | - | ১৩ | ০৬ | ১৯ | |
বিএসসি | ০৩ | ০১ | ০২ |
| ০৩ | |
সর্বমোট = | ২১৮ | ০৩ | ১০৫ | ৪১ | ১৪৭ |
সন | শাখা | মোট পরীক্ষার্থী | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | মোট উত্তীর্ণ |
২০০৮ | বিএ | ৮৯ |
| ২৯ | ১৩ | ৪২ |
বিএসএস | ৯৮ |
| ৫৬ | ১৮ | ৭৪ | |
বিকম | ৩৯ |
| ১৩ | ১৪ | ২৭ | |
বিএসসি | ০৪ |
| ০২ |
| ০২ | |
সর্বমোট = | ২৩০ |
| ১০০ | ৪৫ | ১৪৫ |
সন | শাখা | মোট পরীক্ষার্থী | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | মোট উত্তীর্ণ |
২০০৯ | বিএ | ২৪ |
| ১১ | ০৫ | ১৬ |
বিএসএস | ১১৩ | ০৩ | ৭৯ | ১৭ | ৯৯ | |
বিকম | ২২ | ০১ | ১১ | ০৮ | ২০ | |
বিএসসি | ০৪ |
| ০২ | ০০ | ০২ | |
সর্বমোট = | ১৬৩ | ০৪ | ১০৩ | ৩০ | ১৩৭ |
সন | শাখা | মোট পরীক্ষার্থী | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | মোট উত্তীর্ণ |
২০১০ | বিএ | ৩৫ | ০৩ | ১৯ | ০৩ | ২৫ |
বিএসএস | ১৪৩ | ০৬ | ১০৫ | ১০ | ১২১ | |
বিকম | ৩২ | ০৩ | ১২ | ০৯ | ২৪ | |
বিএসসি | ০৩ |
| ০২ |
| ০৩ | |
সর্বমোট = | ২১৩ | ১২ | ১৩৮ | ২২ | ১৭৩ |
সন | শাখা | মোট পরীক্ষার্থী | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | মোট উত্তীর্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১ | বিএ | ২৬ | ০৫ | ১৪ | ০৩ | ২২ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিএসএস | ২০৮ | ১২ | ১৫৩ | ১৬ | ১৮১ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিকম | ৯৩ | ০১ | ৩৬ | ৩৪ |
শিক্ষাবর্ষ | উপবৃত্তি প্রাপ্ত ছাত্রী সংখ্যা |
২০০৯-১০ | ২১০ |
২০১০-১১ | ২২৯ |
২০১১-১২ | ২৪১ |
২০১২-১৩ | ২২০ |
সরকারি হরগঙ্গা কলেজের অর্জনসমূহ
সরকারি হরগঙ্গা কলেজের অর্জন অনেক। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদেশের অনেক বিখ্যাত মানুষ পড়াশুনা করেছেন। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতি বছর এক হাজার শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। এছাড়া এ বিদ্যাপীঠ থেকে প্রতি বছর প্রায় এক হাজারের বেশী শিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে বের হচ্ছে। যারা দেশে বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে সুনামের সাথে কাজ করছে।
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ এর ভবিষ্যত পরিকল্পনা
কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য বর্তমানে কলেজের দ্বিতল বিজ্ঞান ভবনটি চারতলা করার কাজ শেষের পথে রয়েছে। পাশাপাশি কলেজের মূলভবনের পেছনে পাঁচতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে। এছাড়া পুরাতন ছাত্রাবাসের স্থানে ২০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাস স্বল্প সময়ের মধ্যে এ নির্মাণ কাজ শুরু হবে।
অত্র এলাকার কোন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য যাতে অন্য স্থানে যেতে না হয় সে জন্য আরও কয়েকটি বিষয়ে অনার্স, প্রিলিমিনারি মাস্টার্স ও মাস্টার্স কোর্স চালু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঠিকানা: কলেজ রোড, মাঠপাড়া, মুন্সীগঞ্জ।
টেলিফোন: 02-7612174
Website: www.haraganga-college.org
Email : govt.haragangacollege@yahoo.com
অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় ও তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য (বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট URL এ ক্লিক করুন) :
১। প্রফেসর মো: আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ : http://www.munshiganj.gov.bd/node/483739
২। জনাব মো: সাহেদুল কবির, উপাধ্যক্ষ : http://www.munshiganj.gov.bd/node/491184
৩। জনাব আবু আহমদ আহসান কবির, তথ্য প্রদানকারী কর্মকর্তা : http://www.munshiganj.gov.bd/node/491240
বিভাগ ওয়ারী শিক্ষকদের তালিকা (সংশ্লিষ্ট URL এ ক্লিক করলে তাঁদের বিস্তারিত তথ্য জানা যাবে):
বাংলা বিভাগ:
১। অধ্যাপক মো: আমির হোসেন - http://www.munshiganj.gov.bd/node/536380
২। জনাব নিশাত নাহার- http://www.munshiganj.gov.bd/node/512706
৩। জনাব মাহফুজা বেগম- http://www.munshiganj.gov.bd/node/524825
৪। ড. মুহম্মদ জিল্লুর রহমান- http://www.munshiganj.gov.bd/node/531102
৫। জনাব মিন্টু মোল্লা- http://www.munshiganj.gov.bd/node/512711
৬। জনাব রুবাইয়াত শারমিন- http://www.munshiganj.gov.bd/node/971515
ইংরেজী বিভাগ:
১। প্রফেসর শাহিনা দেওয়ান- http://www.munshiganj.gov.bd/node/512719
২। জনাব অসিত কুমার সাহা- http://www.munshiganj.gov.bd/node/516575
৩। জনাব মুন্সী সিরাজুল হক- http://www.munshiganj.gov.bd/node/516588
৪। জনাব শাহাদাৎ হোসেন- http://www.munshiganj.gov.bd/node/524835
৫। জনাব মির্জা আলী ওসমান- http://www.munshiganj.gov.bd/node/524840
৬। জনাব সৈয়দ আসাদুজ্জামান- http://www.munshiganj.gov.bd/node/531461
৭। জনাব সায়েদা সেলিনা- http://www.munshiganj.gov.bd/node/531479
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ:
১। অধ্যাপক মো: ইব্রাহীম- http://www.munshiganj.gov.bd/node/530952
২। জনাব মো: আক্তার হোসেন- http://www.munshiganj.gov.bd/node/524848
৩। জনাব উম্মে আসমা- http://www.munshiganj.gov.bd/node/512722
৪। জনাব আফিয়া খাতুন- http://www.munshiganj.gov.bd/node/524868
৫। জনাব মোহাম্মদ মোক্তার হোসেন- http://www.munshiganj.gov.bd/node/516795
৬। জনাব নিলুফা খানম- http://www.munshiganj.gov.bd/node/535938
৭। জনাব নিলুফা নাসরিন- http://www.munshiganj.gov.bd/node/535972
অর্থনীতি বিভাগ:
১। জনাব খোন্দকার মো: সাদেকুর রহমান- http://www.munshiganj.gov.bd/node/512727
২। জনাব মো: নূরুন্নবী আলম- http://www.munshiganj.gov.bd/node/516882
৩। জনাব মোহাম্মদ তাহের আলী- http://www.munshiganj.gov.bd/node/531341
৪। জনাব পলি আক্তার- http://www.munshiganj.gov.bd/node/517213
সমাজকল্যান বিভাগ:
১। ড. মো: আরিফুর রহমান- http://www.munshiganj.gov.bd/node/512771
২। জনাব মো: রেজাউল হক- http://www.munshiganj.gov.bd/node/524910
৩। জনাব মোহা্ম্মদ সাইদুর রহমান- http://www.munshiganj.gov.bd/node/531222
৪। জনাব জেসমিন হেলাল- http://www.munshiganj.gov.bd/node/536887
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ:
১। জনাব আ.ক.ম সাখাওয়াত হোসেন- http://www.munshiganj.gov.bd/node/512758
২। জনাব মো:আব্দুল হান্নান খন্দকার- http://www.munshiganj.gov.bd/node/506102
৩। জনাব মো: হুমায়ুন কবির সেখ- http://www.munshiganj.gov.bd/node/524889
৪। জনাব মো: লুৎফর রহমান- http://www.munshiganj.gov.bd/node/536469
দর্শন বিভাগ:
১। জনাব ছানোয়ারা সূলতানা- http://www.munshiganj.gov.bd/node/512746
২। জনাব তাসলিমা আক্তার- http://www.munshiganj.gov.bd/node/517093
৩। জনাব সোহেল আহমেদ- http://www.munshiganj.gov.bd/node/536253
৪। জনাব সাবিহা সাত্তার- http://www.munshiganj.gov.bd/node/531080
পদার্থবিজ্ঞান বিভাগ:
১। জনাব প্রফেসর ড. ননিগোপাল সরকার- http://www.munshiganj.gov.bd/node/512819
২। জনাব নির্মল চন্দ্র চক্রবর্তী- http://www.munshiganj.gov.bd/node/517445
৩। জনাব সাহিদ ইমাম- http://www.munshiganj.gov.bd/node/524972
৪। জনাব সুজন বড়ুয়া- http://www.munshiganj.gov.bd/node/531161
৫। জনাব শুভাশিষ মন্ডল- http://www.munshiganj.gov.bd/node/536741
৬। জনাব তাহমিনা আক্তার- http://www.munshiganj.gov.bd/node/539165
রসায়ন বিভাগ:
১। জনাব মো: শহীদুল ইসলাম- http://www.munshiganj.gov.bd/node/512834
২। জনাব হেলেনা আক্তার- http://www.munshiganj.gov.bd/node/517491
৩। জনাব আ.হ.ম.মুহিববুল্লাহ- http://www.munshiganj.gov.bd/node/531190
৪। জনাব মো: জাহাঙ্গীর আলম- http://www.munshiganj.gov.bd/node/530972
৫। জনাব শেফালী রানী কর্মকার- http://www.munshiganj.gov.bd/node/530995
৬। জনাব মো: মোজাম্মেল হক- http://www.munshiganj.gov.bd/node/536914
উদ্ভিদবিজ্ঞান বিভাগ:
১। প্রফেসর ড. হোসনে আরা বেগম- http://www.munshiganj.gov.bd/node/506047
২। জনাব আসমা বেগম- http://www.munshiganj.gov.bd/node/517536
৩। জনাব আবু আহমদ আহসান কবির- http://www.munshiganj.gov.bd/node/491240
৪। জনাব মো: আসাদুজ্জামান- http://www.munshiganj.gov.bd/node/517576
৫। জনাব মোহাম্মদ রাসেল কবির- http://www.munshiganj.gov.bd/node/506057
৬। জনাব আছিয়া খাতুন- http://www.munshiganj.gov.bd/node/531174
৭। জনাব শেখ সাদেক আহমেদ- http://www.munshiganj.gov.bd/node/537052
প্রাণিবিজ্ঞান বিভাগ:
১। জনাব ফওজিয়া বানু- http://www.munshiganj.gov.bd/node/512846
২। জনাব লতিফা সিকদার- http://www.munshiganj.gov.bd/node/524991
৩। জনাব আনারকলি- http://www.munshiganj.gov.bd/node/531024
৪। জনাব মো:আব্দুল কাইয়ুম হোসেন- http://www.munshiganj.gov.bd/node/531012
গণিত বিভাগ:
১। জনাব মো: সিরাজুল ইসলাম- http://www.munshiganj.gov.bd/node/512854
২। জনাব মো: সফিকুল ইসলাম- http://www.munshiganj.gov.bd/node/517554
৩। জনাব শাহানাজ পারভীন- http://www.munshiganj.gov.bd/node/525068
৪। জনাব মো: আরিফুর রহমান- http://www.munshiganj.gov.bd/node/525034
ভুগোল বিভাগ:
১। প্রফেসর এম.এ মতিন মিয়া- http://www.munshiganj.gov.bd/node/513191
২। ড.সৈয়দ শাহজাহান আহমেদ- http://www.munshiganj.gov.bd/node/536103
৩। জনাব মো: সিরাজুল ইসলাম- http://www.munshiganj.gov.bd/node/506074
৪। জনাব মো:এনামূল হক- http://www.munshiganj.gov.bd/node/525105
৫। জনাব সাঈদা সুলতানা- http://www.munshiganj.gov.bd/node/539184
হিসাববিজ্ঞান বিভাগ:
১। প্রফেসর মো: আজিজুল হক- http://www.munshiganj.gov.bd/node/512811
২। জনাব আব্দুল জব্বার সিদ্দিকী- http://www.munshiganj.gov.bd/node/517348
৩। জনাব মো:আ: মান্নান প্রধান- http://www.munshiganj.gov.bd/node/506245
৪। জনাব মুহাম্মদ মাহাবুব-উল-আলম- http://www.munshiganj.gov.bd/node/524951
৫। জনাব ফারুক মিয়া- http://www.munshiganj.gov.bd/node/536307
৬। জনাব মো: আব্দুস সালাম- http://www.munshiganj.gov.bd/node/536573
৭। জনাব মো: আব্দুর রহমান নঈম- http://www.munshiganj.gov.bd/node/512671
ব্যবস্থাপনা বিভাগ:
১। জনাব মো: সামশুল হক- http://www.munshiganj.gov.bd/node/512797
২। জনাব মোছা: সানজিদা খাতুন- http://www.munshiganj.gov.bd/node/517339
৩। জনাব মো: রফিকুল ইসলাম- http://www.munshiganj.gov.bd/node/535903
৪। জনাব মুহম্মদ শওকত হোসেন- http://www.munshiganj.gov.bd/node/536523
ইসলাম শিক্ষা বিভাগ:
১। জনাব মোহাম্মদ নাছিরুদ্দীন- http://www.munshiganj.gov.bd/node/512785
২। জনাব উম্মে কুলসুম- http://www.munshiganj.gov.bd/node/536043
গ্রন্থাগার:
১। জনাব শাহ মোয়াজ্জেম হোসেন- http://www.munshiganj.gov.bd/node/539202
ক্রীড়া বিভাগ:
১। জনাব মোহাম্মদ ইব্রাহীম- http://www.munshiganj.gov.bd/node/539239
মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকা
২০১৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত ৪০ জন পরীক্ষার্থীর তালিকা
বিজ্ঞান বিভাগ:
ক্র/নং | রোল নম্বর | পরীক্ষার্থীর নাম |
১ | 136098 | রাবেয়া হাসান রেসি |
২ | 136108 | নাহিদা ইসলাম নিসা |
৩ | 136109 | ফারহানা হোসেন |
৪ | 136110 | আরিয়ানা হোসেন |
৫ | 136119 | সায়মা ইসলাম সিনথি |
৬ | 136120 | অরপনা ভৌমিক অপা |
৭ | 136124 | দিলরুবা সুলতানা সুইটি |
৮ | 136173 | মো: মানিক খান |
৯ | 136190 | অনিক রায় |
১০ | 136195 | মো: আলফাজ হোসেন |
মানবিক বিভাগ:
ক্র/নং | রোল নম্বর | পরীক্ষার্থীর নাম |
১ | 335731 | রোকেয়া আক্তার |
২ | 335762 | আঁখি আক্তার |
৩ | 335778 | সানিয়া ইসলাম |
৪ | 335992 | মাহফুজ |
৫ | 336006 | মো: রায়হান আখন |
৬ | 336040 | মো: সাঈদ |
ব্যবসায় শিক্ষা বিভাগ:
ক্র/নং | রোল নম্বর | পরীক্ষার্থীর নাম |
১ | 566096 | নুসরাত জাহান |
২ | 566172 | অনামিকা হোসেন |
৩ | 566175 | দোলা সাহা |
৪ | 566181 | রাবিনা সুলতানা |
৫ | 566184 | অনাদি সরকার |
৬ | 566185 | আমিনা সরকার |
৭ | 566189 | স্বর্ণা রানী মন্ডল |
৮ | 566192 | মুক্তা |
৯ | 566196 | সায়মা ইসলাম তন্বী |
১০ | 566199 | কানিজ সুলতানা নিশি |
১১ | 566404 | মো: আসিফ মাহমুদ |
১২ | 566456 | মো: শরীফ উদ্দিন |
১৩ | 566461 | মো: হাসান মিয়া |
১৪ | 566464 | মো: নাজমুল হক |
১৫ | 566467 | মোহাম্মদ সায়েদুল ইসলাম |
১৬ | 566469 | মো: মোসাদ্দেক হোসেন |
১৭ | 566472 | হাবিবুর রহমান |
১৮ | 566473 | মেহেদী হাসান |
১৯ | 566474 | জয় চন্দ্র ঘোষ |
২০ | 566475 | রিয়াজ উদ্দিন রায়হান |
২১ | 566476 | ইদী আমিন |
২২ | 566480 | মো: নাঈম হোসেন |
২৩ | 566486 | সুস্মিত ইসলাম |
২৪ | 566488 | মো: ইনজামুল হক |
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (H.S.C)
পরীক্ষার সাল | শাখা | ক্র/নং | নাম | পরীক্ষার রোল | জিপিএ |
২০১২ | বিজ্ঞান শাখা | 1 | সামছুন নাহার | 131587 | ৫.০০ |
2 | সাজিয়া আফরিন | 131588 | ৫.০০ | ||
3 | তানিয়া | 131596 | ৫.০০ | ||
4 | আফরুজা ইসলাম | 131598 | ৫.০০ | ||
5 | কানিজ ফাতেমা | 131599 | ৫.০০ | ||
6 | সাথী আক্তার | 131608 | ৫.০০ | ||
7 | সুমাইয়া আক্তার | 131609 | ৫.০০ | ||
8 | মোঃ জয়নাল আবেদীন | 131626 | ৫.০০ | ||
9 | মোঃ আশিক গাজী | 131633 | ৫.০০ | ||
10 | মোঃ তুষার মোল্লা | 131650 | ৫.০০ | ||
২০১২ | মানবিক শাখা | 1 | শরমিন জাহান নাজনিন | 327502 | ৫.০০ |
2 | পিংকি আক্তার | 327515 | ৫.০০ | ||
3 | রোকসানা আক্তার | 327586 | ৫.০০ | ||
4 | জাকিয়া সুলতানা জুঁই | 327594 | ৫.০০ | ||
5 | ইয়াসমিন আক্তার আন্নি | 327596 | ৫.০০ | ||
6 | জান্নাতুল ফেরদৌস | 327597 | ৫.০০ | ||
7 | সাবিকুন্নাহার | 327598 | ৫.০০ | ||
8 | আফসানা জাহান | 327608 | ৫.০০ | ||
9 | হৃদয় সরকার | 327759 | ৫.০০ | ||
২০১২ | ব্যবসায় শিক্ষা শাখা | 1 | আয়েশা আক্তার | 554805 | ৫.০০ |
2 | সুরভী আক্তার | 554817 | ৫.০০ | ||
3 | সাদিয়া আক্তার | 554826 | ৫.০০ | ||
4 | রীতা আক্তার | 554827 | ৫.০০ | ||
5 | ফাতেমা আক্তার শ্রাবণী | 554831 | ৫.০০ | ||
6 | আমিনা আক্তার | 554845 | ৫.০০ | ||
7 | উরমি আক্তার | 554846 | ৫.০০ | ||
8 | সুমাইয়া হক | 554861 | ৫.০০ | ||
9 | লামিয়া জামান | 554869 | ৫.০০ | ||
10 | মোঃ আসিফ হোসেন | 554966 | ৫.০০ | ||
11 | সাখাওয়াত হোসেন | 555020 | ৫.০০ | ||
12 | মোঃ আবির হোসেন | 555046 | ৫.০০ | ||
13 | মোঃ বাদল হোসেন | 555081 | ৫.০০ | ||
14 | অমিত হাসান | 555082 | ৫.০০ | ||
15 | মোঃ রহমত উল্লাহ | 555083 | ৫.০০ | ||
16 | মোঃ মহিউদ্দিন | 555084 | ৫.০০ | ||
17 | মোঃ নাছির উদ্দিন | 555110 | ৫.০০ | ||
18 | মোঃ নেছার উদ্দিন | 555111 | ৫.০০ |
পরীক্ষার সাল | শাখা | ক্রমিক নং | নাম | রোল নম্বর | জিপিএ |
২০১১ | বিজ্ঞান | ১ | রিয়া আক্তার | ১২৯৫০৩ | ৫.০০ |
২ | আফরিনা আক্তার | ১২৯৫০৭ | ৫.০০ | ||
৩ | বদরুন নাহার ববী | ১২৯৫০৯ | ৫.০০ | ||
৪ | রিতা আক্তার | ১২৯৫১১ | ৫.০০ | ||
৫ | সিরাজুম মুনিরা | ১২৯৫২৫ | ৫.০০ | ||
৬ | জাহানারা আক্তার | ১২৯৫২৭ | ৫.০০ | ||
৭ | জাহানারা আক্তার | ১২৯৫২৮ | ৫.০০ | ||
৮ | নাদিয়া আক্তার মুন্নী | ১২৯৫৩০ | ৫.০০ | ||
৯ | মোঃ মোশারফ হোসেন | ১২৯৫৬৩ | ৫.০০ | ||
১০ | মোঃ নাইমুর ইসলাম | ১২৯৫৯৪ | ৫.০০ | ||
১১ | মাসুম সরদার | ১২৯৬০১ | ৫.০০ | ||
ব্যবসায় শিক্ষা | ১ | উজ্জল | ৫৫০৮৫১ | ৫.০০ | |
মানবিক | ১ | ফারজানা মিম | ৩২৫৫১৩ | ৫.০০ | |
২ | ফাতেমা আফসার | ৩২৫৫১৪ | ৫.০০ | ||
৩ | জান্নাতুল ইসলাম | ৩২৫৫৭৪ | ৫.০০ | ||
৪ | সায়লা খানম | ৩২৫৫৭৫ | ৫.০০ | ||
৫ | জাকিয়া সুলতানা জয়া | ৩২৫৫৭৮ | ৫.০০ | ||
৬ | রিফাত সুলতানা | ৩২৫৫৮২ | ৫.০০ |
পরীক্ষার সাল | শাখা | ক্রমিক নং | নাম | রোল নম্বর | জিপিএ |
২০১০ | বিজ্ঞান | ১ | আফরিন আক্তার | ১২৬৩০৬ | ৫.০০ |
২ | আফরোজা ইসলাম | ১২৬৩০৭ | ৫.০০ | ||
৩ | সামায়লা ছিদ্দিকা | ১২৬৩০৯ | ৫.০০ | ||
৪ | মোহাম্মদ হোসেন | ১২৬৩৪৪ | ৫.০০ | ||
৫ | মোঃ মাঈন উদ্দিন | ১২৬৩৪৯ | ৫.০০ | ||
৬ | সাজ্জাদ হোসেন | ১২৬৩৫০ | ৫.০০ | ||
৭ | মাহমুদুল হাসান | ১২৬৩৫২ | ৫.০০ | ||
৮ | সাদ্দাম হোসেন | ১২৬৩৬০ | ৫.০০ | ||
ব্যবসায় শিক্ষা | ১ | তাছলিমা আক্তার তুলি | ৫৪৭০২২ | ৫.০০ | |
২ | হাসিনা আক্তার | ৫৪৭০৭১ | ৫.০০ | ||
মানবিক | ১ | আজরিন আফরিন | ৩২৫৭৯২ | ৫.০০ | |
২ | দিলরুবা আক্তার | ৩২৫৭৯৩ | ৫.০০ |
পরীক্ষার সাল | শাখা | ক্রমিক নং | নাম | রোল নম্বর | জিপিএ |
২০০৯ | বিজ্ঞান | ১ | খান মোঃ রকি বিল্লাহ | ১২২৮১১ | ৫.০০ |
স্নাতক (সম্মান)
সাল | বিষয় | ক্র/নং | রোল নং | নাম | মেধা স্থান |
২০০৯ | সমাজকর্ম | ১ | 645834 | খাদিজাতুল কোবরা | ১ম শ্রেণী |
হিসাববিজ্ঞান | ১ | 666263 | শিউলি আক্তার | ১ম শ্রেণী | |
২ | 666180 | মোঃ আক্তার হোসেন | ১ম শ্রেণী | ||
৩ | 666165 | প্রিয়াংকা সাহা | ১ম শ্রেণী | ||
৪ | 666173 | মোঃ মনির হোসেন | ১ম শ্রেণী | ||
৫ | 666226 | মোঃ সাইদুল ইসলাম | ১ম শ্রেণী | ||
৬ | 666262 | হেনা আক্তার | ১ম শ্রেণী | ||
৭ | 666207 | বিবি আয়শা | ১ম শ্রেণী | ||
৮ | 666265 | রহিমা আক্তার | ১ম শ্রেণী | ||
৯ | 666215 | অন্তরা আক্তার | ১ম শ্রেণী | ||
১০ | 666182 | নিশিতা নুসরাত | ১ম শ্রেণী | ||
১১ | 666245 | মোঃ নাসির উদ্দিন চৌধুরী | ১ম শ্রেণী | ||
রসায়ন | ১ | 686273 | ফিরোজা আক্তার | ১ম শ্রেণী | |
উদ্ভিদবিজ্ঞান | ১ | 689646 | মোঃ আরিফ হোসেন | ১ম শ্রেণী | |
২ | 689650 | সরোজ কুমার ব্যানার্জী | ১ম শ্রেণী | ||
৩ | 689656 | শারমিন আক্তার | ১ম শ্রেণী | ||
৪ | 689651 | মোঃ ফিরোজ আহমেদ | ১ম শ্রেণী |
সাল | বিষয় | ক্র/নং | রোল নং | নাম | মেধা স্থান |
২০০৮ | ব্যবস্থাপনা | ১ | ৫৭৪২৫৮ | মোঃ সোহেল রানা | ১ম শ্রেণী |
হিসাববিজ্ঞান | ১ | ৫৬১৭৩২ | মোঃ মিসকাত আহমেদ | ১ম শ্রেণী | |
২ | ৫৬১৭৩৭ | মোঃ রাসেদুল হাসান | ১ম শ্রেণী | ||
৩ | ৫৬১৭৩৮ | মোঃ আজিজুল হক | ১ম শ্রেণী | ||
৪ | ৫৬১৭৭০ | মোঃ আরিফ হোসেন | ১ম শ্রেণী | ||
৫ | ৫৬১৭৭১ | সালমা আক্তার শীলা | ১ম শ্রেণী | ||
৬ | ৫৬১৭৯৫ | মোঃ আমিনুল ইসলাম | ১ম শ্রেণী | ||
৭ | ৫৬১৭৯৯ | মোঃ আব্দুল হাই | ১ম শ্রেণী | ||
৮
সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:
২০২৫-০২-২৬ ১৭:৫৩:৪৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস |