ই.এম.আই.এস কোড ঃ৩১২০৬০৪০৫।
* স্থাপিত ঃ ১৯৫৬ খ্রীষ্টাব্দ।
* জাতীয়করণ ঃ ১৯৭৩ খ্রীষ্টাব্দ।
* অবস্থান ঃ ওয়ার্ড নং-০৫, পঞ্চসা ইউনিয়ন পরিষদ, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।
* জমির পরিমাণ ঃ ৬৪ শতাংশ, মৌজা নংঃ ৬৮, খতিয়ান নং-১/২, দাগ নং-১৮৬।
* শিক্ষার স্তর ঃ শিশু হতে ৫ম শ্রেণী।
* শিক্ষক সংখ্যা ঃ ০৭ জন।
* শিফট ঃ ০২ টি।
তদানীন্তন মুন্সীগঞ্জ মহকুমার একটি সুবিস্তৃত গ্রাম বিনাদপুর। ১৯৫৬ খ্রীষ্টাব্দে যখন এই গ্রামটি কুসংস্কার এবং নিরক্ষতার অন্ধকারে নিমজ্জিত, গ্রামের মানুষ যখন কেবল ভোগবিলাসে মত্ত এবং বিভিন্ন অসৎকর্মে বিপথগামী ঠিক তখনই শিক্ষার আলোকবর্তিকা হাকে এই গ্রামেরই একজন সুসন্তান, সুশিক্ষিত, সুমার্জিত এবং দয়ালূ মহামানবের আবির্ভাব হলো, যিনি কুসংস্কার এবং অশিক্ষা নামক অভিশাপ থেকে মুক্ত করার জন্য এবং সকলের জন্য প্রতিষ্ঠা করতে চাইলেন একটি বিদ্যালয়। কিন্তু গ্রামের কুপথগামী মানুষ বাধা হয়ে দাড়ালো তার এই মহতী উদ্যোগের বিপক্ষে। তার নাম ডাঃ মোঃ ছলেমউদ্দিন। তার মাথার পাগড়ীতে আগুন জ্বালিয়ে এই গ্রামেরেই কিছু কুচক্রি মানুষ তার বিদ্যালয় প্রতিষ্ঠার চলার পথ রুদ্ধ করতে চাইলো। কিন্তু তিনি একচুলও পিছু হটলেন না। তিনি তার সিদ্ধান্তে অটল থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে স্থাপন করলেন আজকের এই বিনোপুর সরকারি প্রাথসিক বিদ্যালয়টি। এই মহতী কর্মে তার সাথে আর একজন সহচর ছিলেন, যার নাম চিরস্মরণীয়, তিনি মোহাম্মদ সামছুদ্দিন। যিনি উদার চিত্তে তার সম্পত্তি থেকে দান করছেন ৬৪ শতাংশ জমি। যে জমিতে আজ দাড়িয়ে আছে সেই অন্ধকার যুগের (১৯৫৬ খ্রীষ্টাব্দ) মুক্তির স্বাক্ষী হয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ এই আধুনিক যুগে ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে সেই অন্ধকার যুগের কথা এবং সেই আলোর দিশালী দুইজন মহীরূহ এর মহতীকর্মের ইতিকথা।
সদস্য সংখ্যা | পুরুষ | মহিলা | মন্তব্য |
১১ | ০৭ | ০৪ | ০৩ বছর মেয়াদী |
বিগত ৫বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল ঃ
সাল | ডি.আর ভূক্ত শিক্ষার্থীর সংখ্যা | অংশগ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা | ফলাফল | পাশের হার | ||||||
|
|
| A+ | A | A- | B | C | D | F |
|
২০০৮ | ৯৫ | ৯০ | ০৪ | ২৮ | ২৬ | ১৫ | ০৯ | ০৮ |
| ১০০% |
২০০৯ | ৬০ | ৫২ | ১ম বিভাগ | ১৯ | ২য় বিভাগ | ২৩ | ৩য় বিভাগ ১০ |
|
| ১০০% |
২০১০ | ৯৮ | ৯২ | ,, | ৭৭ | ,, | ১৪ | ০১ |
|
| ১০০% |
২০১১ | ১০৬ | ৯৮ | ০২ | ৩৩ | ৩২ | ২৩ | ০৮ |
|
| ১০০% |
২০১২ | ৯৬ | ৯৫ | ১৬ | ৫৭ | ১৯ | ০১ | ০২ |
|
| ১০০% |
শিক্ষাবৃত্ত তথ্যসমূহ ঃ উপবৃত্তি /২০১৩ খ্রীঃ
শ্রেণী | মোট ছাত্র-ছাত্রী | মোট সুবিধাভোগী ছাত্র-ছাত্রী | ||||
| বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট |
১ম | ১০৮ | ১২৯ | ২৩৭ | ৪২ | ৫৭ | ৯৯ |
২য় | ১১২ | ১৪৮ | ২৬০ | ৪৮ | ৬২ | ১১০ |
৩য় | ১১৫ | ১১৭ | ২৩২ | ৬৩ | ৫৪ | ১১৭ |
৪র্থ | ৮১ | ৯৮ | ১৭৯ | ৩৬ | ৪৩ | ৭৯ |
৫ম | ৫৬ | ৭০ | ১২৬ | ২২ | ৩৮ | ৬০ |
মোট | ৪৭২ | ৫৬২ | ১০৩৪ | ২১১ | ২৫৪ | ৪৬৫ |
অর্জন ঃ
· প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিগত বছরগুলোত পাশের হার ১০০%।
· ক্যাচমেন্ট এলাকায় ৬ + হতে ১০+ বয়সী শিশুদের ১০০% ভর্তি নিশ্চিত।
· উপস্থিতির হার ৯০ এ উত্তীর্ণ করা।
· ঝরে পড়া হার হ্রা্স করা।
· বিদ্যালয়কে এ গ্রেডে উত্তীণ করণ।
ভবিষ্যৎ পরিকল্পনা ঃ
· শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত ফলাফল গ্রেডিং পদ্ধতিতে নিরূপণ।
· শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত ফলাফল ১০০% এ গ্রেডে অর্জন করা।
· উপস্থিতির হার ১০০% নিশ্চিত করা।
· ঝরে পড়ার হার ০% নিশ্চিত করা।
· বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিতকরণ।
· বিদ্যালয়ের ভৌত কাঠামো উন্নয়নের পদক্ষেপ গ্রহন।
প্রধান শিক্ষক, বিনোদপুর নরকারি প্রাথমিক বিদ্যালয়,
পোঃ পঞ্চসার (১৫০০), থানা ও জেলাঃ মুন্সীগঞ্জ।
.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস