ইএমএস আই কোডঃ ৩১২০৬০১০৩
বিদ্যালয়ের বর্ণনা ঃ স্থাপিতঃ ১৯৭০ খ্রিঃ
জাতীয়করণঃ ১৯৭০ খ্রিঃ
অবস্থানঃ খালইষ্ট, মুন্সীগঞ্জ।
জমির পরিমাণঃ ২৪ শতাংশ
শিÿাসত্মরঃ শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী
শিÿক সংখ্যাঃ ১৩ জন।
শিফ্টঃ ২ শিফ্টে পরিচালিত
ঠিকানাঃ খালইষ্ট, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।
অত্র বিদ্যালয়ের নিকটবর্তী কোন বিদ্যালয় না থাকায় ১৯৭০ সালে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা মোতাবেক ১৯৭০ সালে স্বল্প সংখ্যক শিÿার্থী নিয়ে বেসরকারী পর্যায়ে একটি প্রাথমিক বিদ্যালেয়র কার্যক্রম শুরম্ন করা হয়। পরবর্তীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। ১৯৭৩ সালে মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের আওতাভূক্ত হয়। বর্তমানে এ বিদ্যালয়টি অত্র জেলার একটি শ্রেষ্ঠতম বিদ্যালয়। বর্তমানে এটি ত্রিতল ভবন এবং কÿ সংখ্যা ০৭টি। শিÿক সংখ্যা ১৩টি মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১০৬২ জন।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি
সময়কাল ঃ ৩ বছর
ক্র.নং | সদস্যদের নাম | পদবী | ক্যাটাগরি |
০১ | আশ্রাফুন ইসলাম খোকা | সভাপতি |
|
০২ | নার্গিস আক্তার | সহ-সভাপতি |
|
০৩ | মোজাহারম্নল ইসলাম পিকলুছ | সদস্য |
|
০৪ | শিমুল খান | সদস্য |
|
০৫ | মোঃ রফিকুল ইসলাম | সদস্য |
|
০৬ | নূরনবী | সদস্য |
|
০৭ | মোঃ মামুন চৌধুরী | সদস্য |
|
০৮ | সুবর্ণা মিঝি | সদস্য |
|
০৯ | আফরিনা আলম | সদস্য |
|
১০ | শাহানারা আক্তার | সদস্য |
|
১১ | মহিউদ্দিন আহমেদ | সদস্য সচিব |
|
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীÿার ফলাফল তথ্যঃ
সন | ডিআর ভূক্ত | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মমত্মব্য |
২০০৮ | ১২২ | ১২২ | ১২২ | ১০০% |
|
২০০৯ | ১৪২ | ১৩৮ | ১৩৮ | ১০০% |
|
২০১০ | ১৯৩ | ১৮৫ | ১৮৫ | ১০০% |
|
২০১১ | ২০৫ | ২০২ | ২০২ | ১০০% |
|
২০১২ | ২০৪ | ২০১ | ২০১ | ১০০% |
|
.
প্রাথমিক শিÿা সমাপনী পরীÿায় শতভাগ পাস। বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া হ্রাস, উপজেলায় উলেস্নখযোগ্য ফলাফল লাভ। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ। বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলকাপ অর্জন। অনেক ছাত্র-ছাত্রী সরকারি ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত।
মানসম্মত প্রাথমিক শিÿা নিশ্চিত করা। ঝড়ে পড়া রোধ করা। চাত্র উপস্থিতি বৃদ্ধি করা। অর্জিত সাফল্য ধরে রাখা। শতভাগ পাশ, ভর্তি, উপস্থিতি নিশ্চিত করা। যোগ্যতা ভিত্তিক পাঠদান নিশ্চিত করা। শিÿার্থীর শিÿার পরিবেশ সৃষ্টি করা।
সড়ক পথ।
১। জোবায়ের আহম্মেদ, প্রফেসর, ঢাকা বিদ্যালয়।
২। আরিফ হোসেন, প্রকৌশলী।
৩। হাবিবুর রহমান, প্রকৌশলী।
৪। হুমায়রা তাহমীম কবীর, চিকিৎসক।
৫। রম্নমি আহমেদ, শিÿক, বুয়েট, ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস